ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ছাত্রদল নেত্রীর পিতার মৃত্যুতে ছাত্রদলের শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
ছাত্রদল নেত্রীর পিতার মৃত্যুতে ছাত্রদলের শোক

ঢাকা: জাতীয়তাবাদী ছাত্রদল  কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক রাহেলা হক রঞ্জুর পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ  করেছেন।
 
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক  মো. আবদুস সাত্তার পাটোয়ারীর পাঠানো এক বিঞ্জপ্তিতে এ খবর জানানো হয়।



রঞ্জুর পিতা আমিনুল হক (৭০) শনিবার (১৩ ফেব্রুয়ারি) নিজ বাসভবন যাত্রাবাড়ীর কাজলায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। রোববার (১৪ ফ্রেবুয়ারি) সকাল ৬টা ২০ মিনিটে কাজলা জামে মসজিদে জানাজা শেষে তাকে মাইতুয়াইলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
 
নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।