ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ইবির হিসাব পরিচালকের কক্ষে ভাঙচুর

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
ইবির হিসাব পরিচালকের কক্ষে ভাঙচুর

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থ ও হিসাব শাখার ভারপ্রাপ্ত পরিচালক আকামুদ্দিন বিশ্বাসের অফিসে ভাঙচুর করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলার অভিযোগে তার কক্ষে এ ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।


 
পরে, দুপুর ২টার দিকে আকামুদ্দিন বিশ্বাসকে হিসাব পরিচালকের ভারপ্রাপ্ত পদ সাময়িক স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আয়াত আলীকে সাময়িকভাবে হিসাব পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি মিজানুর রহমান মিজুর নেতৃত্বে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী আকামুদ্দিনের কক্ষে ভাঙচুর চালায়। এ সময় তাকে বের করে দিয়ে কক্ষে তালা লাগিয়ে দেওয়া হয়।
 
জানা যায়, ২০০৪ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের একটি স্মারকে আকামুদ্দিন একটি প্রবন্ধ লেখেন। সেখানে তিনি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করেন। এ লেখার জের ধরে ১০ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে।  
 
বিষয়টি জানা জানি হলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় রোববার ভাঙচুরের ঘটনা ঘটলো। পরে, ছাত্রলীগের নেতাকর্মীরা আকামুদ্দিনকে অপসারণের জন্য উপাচার্যকে দুই ঘণ্টার আল্টিমেটাম দেয়।  
 
পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিক বৈঠকে বসেন। বৈঠক শেষে বেলা ২টার দিকে আকামুদ্দিনের ভারপ্রাপ্ত পদ স্থগিত করা হয় জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার।
 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার বলেন, হিসাব শাখার ভারপ্রাপ্ত পরিচালককে তার পদ থেকে সরিয়ে ডেপুটি রেজিস্ট্রার পদে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। তার বিরুদ্ধের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬      
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।