ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ভালোবাসা দিবসে রাজউকের পরিচ্ছন্নতা অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
ভালোবাসা দিবসে রাজউকের পরিচ্ছন্নতা অভিযান

ঢাকা: বিশ্ব ভালোবাসা দিবসে ঢাকা শহরে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

রোববার সকালে (১৪ ফেব্রুয়ারি) মতিঝিলের রাজউকের অফিস প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন রাজউক চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভূঁইয়া।



এসময় রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতা কর্মসূচিকে সমর্থন করে রাজউক এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসময় রাজউক চেয়ারম্যান বলেন, আমরা সবাই ঢাকা শহরকে ভালোবাসি। আমাদের এই শহরকে আমরা ভালোবাসা দিয়ে বাসযোগ্য করে গড়ে তুলতে চাই। সেজন্য ময়লা-আবর্জনা যেখান সেখান না ফেলে নির্দিষ্ট স্থানে এবং নির্ধারিত সময়ে ফেলতে আহ্বান জানাচ্ছি সবাইকে।

তিনি আরও বলেন, রাজউক প্রথম নিজেদের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবে। একই সঙ্গে রাজধানী শহর পরিচ্ছন্নতা করতে সিটি করপোরেশনকে সার্বিকভাবে সহযোগিতা করবে।

রাজউকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীকে অফিস, কোয়ার্টারসহ পরিচ্ছন্ন রাজধানী গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করার আহ্বান জানান রাজউক চেয়ারম্যান।

রাজউকের পরিচ্ছন্নতা কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজউক সদস্য (প্রশাসন) আকতারুজ্জামান, সদস্য (উন্নয়ন) আব্দুর রহমান, পরিচালক (প্রশাসন) দুলাল কৃষ্ণ সাহা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
টিএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।