ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে ছাত্রলীগের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
লক্ষ্মীপুরে ছাত্রলীগের বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লবের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।  
 
রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগ, সদর উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগ এ বিক্ষোভ মিছিল বের করে।


 
মিছিলটি শহরের উত্তর তেমুহনী থেকে শুরু হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উত্তর তেমুহনী ট্রাফিক চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়।  
 
মিছিল থেকে জাহাঙ্গীর আলম বিপ্লবের ওপর হামলার ঘটনায় জামায়াত-শিবির ও বিএনপি নেতাকর্মীদের দায়ী করে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।   
 
মিছিলে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক রাফসান জাহান বাপ্পি, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রকি, মনোয়ার হোসেন জিহাদ, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হৃদয় সাহা, আব্দুর রাজ্জাক প্রমুখ।   
 
এর আগে, গত শনিবার (১৩ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর সরকারি কলেজ এলাকায় কমলনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব হামলার শিকার হন।
 
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬      
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।