ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার সঙ্গে ঢাকা বার অ্যাসোসিয়েশন নেতাদের বৈঠক

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
খালেদা জিয়ার সঙ্গে ঢাকা বার অ্যাসোসিয়েশন নেতাদের বৈঠক

ঢাকা: ঢাকা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন বার অ্যাসোসিয়েশনের বিএনপিপন্থী নেতারা।

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টায় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন খালেদা জিয়া।

সভায় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়াসহ প্রমুখ নেতারা।

উল্লেখ্য, আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ঢাকা বারের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এমএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।