ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

চরফ্যাশন পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
চরফ্যাশন পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ভোলা: শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভোলার চরফ্যাশন পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ৯টি ওয়ার্ডের ১৪টি ভোটগ্রহণ শুরু হয়।

বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
 
চরফ্যাশন পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৩৩২ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৫৭৪ জন ও নারী ভোটার ১০ হাজার ৭৫৭ জন।

নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী বাদল কৃষ্ণ দেবনাথ ও বিএনপির প্রার্থী আমিরুল ইসলাম মিন্টিজ।   এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৪৯ জন ও নারী কাউন্সিলর পদে লড়ছেন ১২ জন প্রার্থী।

ভোলার সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, কেন্দ্রগুলোতে পুলিশ, র‌্যাব, বিজেপি ও কোস্টগার্ড নিয়োজিত রয়েছে। কোথাও বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।