ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শাহরাস্তি পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
শাহরাস্তি পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নারী-পুরুষদের ভোট দিতে দেখা যায়।

পৌরসভার মেহার উচ্চ বিদ্যালয় ও নিজ মেহার পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে।

নিজ মেহার পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসার জিএম মোস্তফা কামাল বাংলানিউজকে জানান, এই কেন্দ্রে ২ হাজার ৪৮১ জন ভোটার রয়েছে। সকাল থেকেই ভোটাররা আসতে শুরু করেছেন।

এদিকে, ভোটারদের নিরাপত্তার জন্য র‌্যাব, বিজিবি ও পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

পৌরসভার ১২টি ওয়ার্ডের জন্য মেয়র পদে ২ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ভোটকেন্দ্র ১২টি ও মোট ভোটার ২৬ হাজার ৩৮ জন।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।