ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নাশকতার মামলায় ব্যারিস্টার রফিকুলসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
নাশকতার মামলায় ব্যারিস্টার রফিকুলসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট ব্যারিস্টার রফিকুল ইসলাম

ঢাকা: রাজধানীর পল্টন থানায় দায়ের হওয়া নাশকতার এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলামসহ ৩৯ জনের বিরুদ্ধে পৃথক দু’টি চার্জশিট দিয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে মামলাটির তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান এই চার্জশিট দাখিল করেন।



উল্লেখযোগ্য আসামিরা হলেন, বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, আমান উল্লাহ আমান, শহীদউদ্দিন চৌধুরী অ্যানি ও ছাত্রদল নেতা রাজিব আহসান প্রমুখ।

২০১৫ সালের ৬ জানুয়ারি পল্টন থানার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের অভিযোগে এই মামলাটি দায়ের করেন জনৈক নুরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এমআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।