ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সাংবাদিক পেটানোর ঘটনায় জবি ছাত্র বহিষ্কার

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
সাংবাদিক পেটানোর ঘটনায় জবি ছাত্র বহিষ্কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও বিডিনিউজের স্টাফ রিপোর্টার কাজী মোবারব হোসেনের ওপর হামলার ঘটনায় এক ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।



এদিকে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করেছে জবি সাংবাদিক সমিতি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ক্যাম্পাস থেকে ফেরার সময় কাজী মোবারক হোসেনসহ দুই সাংবাদিকের ওপর চাপাতি দিয়ে হামলা চালানো হয়।

এতে  বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান বিশ্বাসসহ কয়েকজন ছাত্রলীগ কর্মী জড়িত রয়েছেন।
 
এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা করেছে আহত সাংবাদিক  মোবারক হোসেন।
 
এদিকে এ হামলার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে মুখে কালো কাপড় বেঁধে ক্যাম্পাসে মৌন মিছিল ও মানববন্ধন করেছে জবি সাংবাদিক সমিতি সদস্যরা।

পরে এ ঘটনার বিচার দাবিতে জবি উপাচার্যের কাছে স্মারকলিপি দেন তারা।

এ সময় জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে ইমরান বিশ্বাসকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না-এ ব্যাপারে তদন্ত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

এছাড়া অন্যন্য হামলাকারীদের শনাক্ত করে শাস্তির ব্যবস্থা করবে তদন্ত কমিটি।
 
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।