ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে উদ্বেগ ইউকে প্রতিনিধি দলের

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে উদ্বেগ ইউকে প্রতিনিধি দলের

ঢাকা: বাংলাদেশে সফররত যুক্তরাজ্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বিষয়টি জানান।



মঈন খান জানান, বৈঠকে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিনিধি দলটিকে অবহিত করেন। এসময় তিনি বর্তমান সরকারের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা হবে বলেও জানিয়েছেন।

বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এমএম/আরএইচএস/এসএস

** ইউকে প্রতিনিধি দলের সঙ্গে ফখরুলের বৈঠক অনুষ্ঠিত
**  ইউকে প্রতিনিধি দলের সঙ্গে ফখরুলের বৈঠক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।