ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঢাবি ছাত্রদলের পরিচিতি সভা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
ঢাবি ছাত্রদলের পরিচিতি সভা

ঢাকা: সদ্য গঠিত ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নেতাদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ঢাবি ছাত্রদলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



এতে বলা হয়, সোমবার রাজধানীর ভাসানী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মেহেদী তালুকদার।

ছাত্রদল নেতা আবুল বাসার সিদ্দিকীর পরিচালনায় সভায় ঢাবি ছাত্রদলের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় ছাত্রদল ঢাবি শাখার সিনিয়র সহ-সভাপতি তানভীর রেজা রুবেল, সহ-সভাপতি নজরুল ইসলাম নাহীদ, বিশ্বজিত ভদ্র, ফরিদ হোসেন খান, মো. আলমগীর কবির, আমিনুর রহমান আমিন, আতাহার খান শাহীন, সাজিত হাসান বাবু, বেলাল হোসেন, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান, মো. শাহনেওয়াজ, শহিদুল ইসলাম মল্লিক, মহিউদ্দিন রাজু,    মুন্সী আনিছুর রহমান,ইকবাল হোসেন শ্যামল,শহিদ মাহমুদ জুয়েল, জুবায়র আল মাহমুদ রিজভী, শামীম হোসেন সুমন, ‍সৈয়দ সাইফুজ্জামান, রাশেদ ইকবাল, রিয়াদ মো. ইকবাল, আরিফুল হক আরিফ, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, আরাফাদ হোসেন, এস এম মারুফুল ইসলাম, শেখ শহীদুল, নহিম হোসেন, সোহেল আল আমীন, মাহফুজুর রহমান, শামসুল হূদা, মেহেদী হাসান, শামীম আহম্মেদ, হারুনুরজ্জামান প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।