ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গৌরীপুর পৌর জামায়াতের আমিরসহ ২ নেতা কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
গৌরীপুর পৌর জামায়াতের আমিরসহ ২ নেতা কারাগারে

ময়মনসিংহ : ময়মনসিংহের গৌরীপুরের উপজেলা জামায়াতের আমির বদরুজ্জামান (৪৫) ও উপজেলা জামায়াতের সদস্য সারোয়ার আলমকে (৪০) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে তাদের আদালতে হাজিরের পর ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।



গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, উপজেলার মাওহা ইউনিয়নের একটি গ্রামে গ্রেফতারকৃত দু’জন অবস্থান করে জামায়াত-শিবিরকে সংগঠিত করার প্রস্তুতি নিচ্ছিলেন।

পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার দিনগত মধ্যরাতে তাদের আটক করা হয়।

ওসি জানান, গ্রেফতারকৃত বদিউজ্জামানের বিরুদ্ধে নাশকতার দু’টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।