ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কমলনগরে ইউপি নির্বাচনে আ’লীগের প্রার্থী চূড়ান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
কমলনগরে ইউপি নির্বাচনে আ’লীগের প্রার্থী চূড়ান্ত

লক্ষ্মীপুর: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে (২২ মার্চ) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চারটি ইউনিয়নে দলীয় একক প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

এরা হলেন, পাটোয়ারীরহাট ইউনিয়নে-উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজু, হাজিরহাট ইউনিয়নে-উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি নিজাম উদ্দিন, তোরাবগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগ নেতা ফয়সল আহমেদ রতন ও  চর ফলকন ইউনিয়নে হাজী হারুনুর রশিদ।



মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কমলনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় মোট ৯টি ইউনিয়নের মধ্যে প্রথম দফায় ২২ মার্চ ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।