ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কণ্ঠস্বর স্তব্ধ করতেই মাহমুদুর রহমানকে শ্যোন এরেস্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
কণ্ঠস্বর স্তব্ধ করতেই মাহমুদুর রহমানকে শ্যোন এরেস্ট মাহমুদুর রহমান

ঢাকা: কণ্ঠস্বর স্তব্ধ করতেই দৈনিক আমার দেশ’র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে আটক রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।



প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান সাক্ষরিত বিবৃতিতে খালেদা জিয়া বলেন, তিন বছরেরও বেশি সময় ধরে আটক রাখার পর আপিল বিভাগসহ বিভিন্ন আদালত থেকে জামিন লাভের পরও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে আরেকটি মামলায় শ্যোন এরেস্ট দেখিয়ে আটক রাখায় আমি গভীরভাবে উদ্বিগ্ন।

আটকের নিন্দা জানিয়ে তিনি বলেন, আমি এই ন্যাক্কারজনক ও নির্লজ্জ নিপীড়নের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছি।

খালেদা জিয়া বলেন, কয়েকদিন আগে ঢাকার পুলিশ কমিশনার আর কাউকে শ্যোন এরেস্ট না করার নির্দেশ দেয়ার পরও মাহমুদুর রহমানের ওপর নিপীড়ন অব্যাহত রাখতে এবং তাঁর কণ্ঠস্বরকে স্তব্ধ করতেই তাঁকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে আটক রাখা হয়েছে।
 
মাহমুদুর রহমানকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে আটক রাখার ঘটনাকে আদালত অবমাননার শামিল বলেও মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন।

তিনি বলেন, আদালত থেকে সর্বশেষ মামলায় জামিন মঞ্জুরের পর তাকে আরেকটি মামলায় জড়িয়ে শ্যোন এরেস্ট দেখানোর পদক্ষেপ ধৃষ্টতামূলক ও আদালত অবমাননার শামিল।

বিবৃতিতে মাহমুদুর রহমান ও শওকত মাহমুদসহ আটক সকল সাংবাদিককে অবিলম্বে মুক্তি, সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধের দাবি জানান খালেদা জিয়া।
 
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এজেড/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।