ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বরকল বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
বরকল বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে

রাঙামাটি: আওয়ামী লীগের নীতি ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাঙামাটির বরকল উপজেলার বিএনপি নেতা নূরে আলমের নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেছেন।

এ উপলক্ষে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে দুই নম্বর বরকল ইউনিয়নের আট নম্বর কুরকুটিছড়ি গুচ্ছগ্রামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



বরকল উপজেলার আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নওশেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরকল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেনং রাখাইন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-বরকল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা, দুই নম্বর বরকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রভাত কুমার চাকমা, বরকল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজন শীল, এক নম্বর সুবলং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুশান্তময় চাকমা, সাধারণ সম্পাদক আবুল কালাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি ও জামায়াত দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে। তাই দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে গণতান্ত্রিক পথে দেশকে এগিয়ে নিতে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদান করছেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।