ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পাবনায় যুবলীগের ২ কর্মীকে গুলি ও কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
পাবনায় যুবলীগের ২ কর্মীকে গুলি ও কুপিয়ে জখম

পাবনা: পাবনার মধ্য শহরের খান বাহাদুর শপিং মলের সামনে প্রকাশ্য দিবালোকে নিবীর (২০) ও মিল্টন (২২) নামে যুবলীগের দুই কর্মীকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে ছাত্রলীগের কর্মীরা।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।



এ ঘটনার পর আতঙ্কে খান বাহাদুর শপিং মলের দোকান পাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

আহত নিবীর সদর উপজেলার আরিফপুর মহল্লার সাইদুর রহমান খোকনের ছেলে এবং মিল্টন শহরের হাউজপাড়া মহল্লার আবুল হাশেমে ছেলে।

পাবনা পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান সুমন বাংলানিউজকে জানান, শত্রুতার জের ধরে শহরের ছাত্রলীগ কর্মী সজিব, সাঈদ ও বাপ্পীসহ সাত/আটজনের একটি সশস্ত্র দল খান বাহাদুর শপিং মলের সামনে নিবীরকে লক্ষ্য করে গুলি করে। এসময় নিবীর রাস্তার উপর পড়ে গেলে চাইনিজ কুড়াল দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে রাস্তার উপর ফেলে রেখে যায় ছাত্রলীগের কর্মীরা। এসময় তার সঙ্গী মিল্টনকেও মারধর করা হয়। এ ঘটনার পর থেকে মার্কেটের দোকানপাট মুহূর্তের মধ্যেই বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। নিবীরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে পাবনা সদর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান বাংলানিউজকে জানান, বিষয়টি শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।