ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় সিপিবি-বাসদের বিক্ষোভ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
বগুড়ায় সিপিবি-বাসদের বিক্ষোভ সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: রেলের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, রেলের আধুনিকায়ন, যাত্রীসেবার মান বৃদ্ধি করা ও অব্যবস্থাপনা, দুর্নীতি-লুটপাট বন্ধ করার দাবিতে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি-বাসদ।
 
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে শহরের রেলস্টেশন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

 
 
সিপিবির জেলা শাখার সভাপতি কমরেড জিন্নাতুল ইসলাম জিন্নার সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
সমাবেশে বাসদ জেলা শাখার আহ্বায়ক কমরেড সাইফুল ইসলাম পল্টু, সাধারণ সম্পাদক দুলাল কুণ্ডু, বাসদ নেতা মাসুদ পারভেজ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সভাপতি কিবরিয়া হোসেন, সাধারণ সম্পাদক শ্যামল বর্মণ, ছাত্র ইউনিয়ন জেলা শাখার সভাপতি নাদিম মাহমুদ, শ্যামল বর্মণ প্রমুখ বক্তব্য রাখেন।
 
সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ঐক্য ন্যাপ কেন্দ্রীয় নেতা ভাষা সৈনিক মুক্তিযোদ্ধা মাহফুজুল হক দুলু।
 
সমাবেশে বক্তারা বলেন, রেলের ভাড়া দফায় দফায় বাড়ছে। আবারো মন্ত্রিপরিষদে ১০-১৫ ভাগ  ভাড়া বৃদ্ধির প্রস্তাব পাস করা হয়েছে। সরকার জনগণের পকেট কাটার অংশ হিসেবে রেলের ভাড়া বৃদ্ধি করছে। অথচ কোনো জ্বালানির দাম বাড়েনি। রেলের কোনো আধুনিকায়ন ও যাত্রীসেবার মান বাড়ানো হয়নি। তাই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক।
 
তাই অবিলম্বে বর্ধিত ভাড়া প্রত্যাহার, রেলের আধুনিকায়ন, যাত্রীসেবার মান বৃদ্ধি করা এবং সব ধরনের অব্যবস্থাপনা, দুর্নীতি-লুটপাট বন্ধের দাবি জানানো হয়।
 
সঙ্গে জনগণকে মুনাফালোভী পুঁজিবাদি ব্যবস্থার বিপরীতে সিপিবি-বসাদের আন্দোলনে যুক্ত হয়ে বাম বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার  আহ্বান জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।