ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পাথরঘাটায় সকাল-সন্ধ্যা হরতাল শেষ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
পাথরঘাটায় সকাল-সন্ধ্যা হরতাল শেষ

পাথরঘাটা (বরগুনা): পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের একাংশের ডাকা বুধবারের (১৭ ফেব্রুয়ারি) সকাল-সন্ধ্যা হরতাল কোনো রকম সহিংসতা ছাড়াই শেষ হয়েছে।

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সরকার দলীয় আওয়ামী লীগ (নৌকা) প্রতীক নিয়ে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থী বাছাইয়ে কারচুপির অভিযোগে এ হরতাল ডাকা হয়।



সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাথরঘাটা পৌর শহরসহ চরদুয়ানী ইউনিয়নের খলিফারহাট ও চরদুয়ানী বাজারসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে টায়ারে অগ্নিসংযোগের মধ্য দিয়ে হরতাল শেষ হয়েছে। এছাড়া তেমন কোনো সহিংসতা বা পিকেটিং হয়নি।

মনোনয়ন বঞ্চিত পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও চরদুয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান জুয়েল বাংলানিউজকে বলেন, হরতালের পর আপাতত এখন আর কোনো কর্মসূচি নেই।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম জিয়াউল হক বলেন, অগ্নিসংযোগ ছাড়া কোনো রকমের সহিংসতা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক ছিল।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।