ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপির উপ-কমিটির সভা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
বিএনপির উপ-কমিটির সভা

ঢাকা: বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত ১১ টি উপ-কমিটির মধ্যে ড্রাফটিং উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।



কমিটির আহ্বায়ক বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় কমিটির কার্যক্রম, পরিধি নিয়ে আলোচনা ও করণীয় বিষয়ে কতিপয় সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপ-কমিটির সদস্য শামসুজ্জামান দুদু, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, এবিএম মোশাররফ হোসেন, জয়ন্ত কুমার কুন্ড, রাবেয়া সিরাজ, রওশন আরা ফরিদ, অ্যাডভোকেট হুমায়ুন কবির বুলবুল, অধ্যাপক মোর্শেদ হাসান খান ও কামরুজ্জামান বিপ্লব উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
ওএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।