ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
বিএনপি নেতার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

ঢাকা: ঢাকা মহানগর ধানমন্ডি থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সভাপতি জামাল মাতব্বরের মৃত্যুতে গভীর শোক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এ শোকবাণী জানান।



এতে বলা হয়, “ঢাকা মহানগর ধানমন্ডি থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জামাল মাতব্বর সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করায় আমি গভীরভাবে শোকাহত”।

“এই বিএনপি নেতার মৃত্যুতে ধানমন্ডি থানা বিএনপি’র এক নিবেদিতপ্রাণ ব্যক্তিকে হারালো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি, আদর্শ ও দর্শনের একান্ত অনুসারী ছিলেন তিনি”।

মির্জা ফখরুল মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

গোপালগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান জামাল মাতব্বর।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
ওএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।