ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় যুবলীগ কর্মীকে কুপিয়ে আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
বগুড়ায় যুবলীগ কর্মীকে কুপিয়ে আহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার শাজহানপুর উপজেলার ফুলতলা এলাকায় রাজু (২৬) নামে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।
 
বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।



আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
আহত রাজু ফুলতলা এলাকার মৃত চুন্নু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রাতে ফুলতলা বাজারে বসে ছিলেন রাজু। এ সময় ৭/৮জন সন্ত্রাসী লাঠি ও চাকু নিয়ে অতর্কিত তার ওপর হামলা চালায়। মুহূর্তে পুরো বাজার ফাঁকা হয়ে যায়। সন্ত্রাসীরা রাজুকে এলোপাথাড়ি পেটায়। একপর্যায়ে রাজুকে চাকু দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায় তারা।
 
পরে, স্থানীয়রা উদ্ধার করে তাকে শজিমেক হাসপাতালে ভর্তি করে।
 
শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (টিএসআই) শাহ আলম বাংলানিউজকে জানান, রাজুর শরীরের বিভিন্ন স্থানে চাকু দিয়ে কোপানোর ৯টি আঘাত রয়েছে। এছাড়া, লাঠি দিয়ে পিটিয়ে তার একটি পা ভেঙে দেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এমবিএইচ/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।