ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘খালেদা জিয়ার রাষ্ট্রদ্রোহিতার বিচার হবেই’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
‘খালেদা জিয়ার রাষ্ট্রদ্রোহিতার বিচার হবেই’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাষ্ট্রদ্রোহিতার বিচার অবশ্যই হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে গাইবান্ধার গোবিন্দগঞ্জে জেলা সড়ক পরিবহন মালিক সমিতি কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন তিনি।



খাদ্যমন্ত্রী বলেন, পাকিস্তানি পার্লামেন্ট ও রাজনৈতিক দলের অনুকরণ-অনুসরণ করে মুক্তিযোদ্ধা-শহীদদের নিয়ে কটূক্তি করে রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছেন খালেদা জিয়া।   সাংবিধানিক ভাবেই তার বিরুদ্ধে মামলা হয়েছে।

তিনি বলেন, রাজনৈতিক হয়রানির উদ্দেশে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়নি।   তিনি এর দায় এড়াতে পারেন না। এর বিচার অবশ্যই হবে।

এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হোসেন ফকু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী সাকোয়াত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল লতিফসহ স্থানীয় নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ০৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।