ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ সিপিবি-বাসদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ সিপিবি-বাসদের ছবি: রানা/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামী ২০ ফেব্রুয়ারি থেকে রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে কর্মসূচি পালন করেছে সিপিবি ও বাসদ।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে রেল মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে রওয়ানা হন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতাকর্মীরা।



নেতারা তাদের বক্তব্যে বলেন, ব্যয়বৃদ্ধির বোঝা চাপানোর সবশেষ নিদর্শন রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত। ১৪ জানুয়ারি রেলমন্ত্রী রেলের ভাড়া বাড়ানোর ঘোষণা দিলেন। প্রধানমন্ত্রীর অনুমোদন পেয়ে ২০ ফেব্রুয়ারি রেলের ভাড়া বাড়ানো কার্যকর হওয়ার কথা শোনা যাচ্ছে। এর ফলে দ‍ূরত্ব অনুযায়ী ভাড়া বাড়বে ৭.৮ শতাংশ থেকে ১৫ শতাংশ।

তারা আরও বলেন, লোকশান কমানোর অজুহাত দিয়ে রেলের বাড়া বাড়ানো হচ্ছে। ২০১২ সালেও এমন কথা বলে রেলের বাড়া দ্বিগুণ বাড়ানো হয়েছিলো। ভাড়া বাড়ানোর আগে লোকশান ছিলো ৮'শ কোটি টাকা, এখন সেটা দাঁড়িয়েছে ৯'শ কোটি টাকায়।

দুর্নীতি, ভুল নীতি ও অপচয়কে রেলের লোকসানের কারণ উল্লেখ করেন বক্তারা। নেতা-কর্মীরা রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করার জোর দাবি জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিবি নেতা মুজাহিদুল ইসলাম সেলিম, কমরেড আহসান হাবীব লাভলু, বাসদ নেতা কমরেড রাজিকুজ্জামান রতন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এনএইচএফ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।