ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নয়াপল্টন থেকে কর্মী গ্রেফতারের প্রতিবাদ ফখরুলের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
নয়াপল্টন থেকে কর্মী গ্রেফতারের প্রতিবাদ ফখরুলের মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী জুয়েল, কাজল, সাইফুল, জামাল ও মুন্নাকে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী দেশের বৃহত্তম জনপ্রিয় একটি রাজনৈতিক দল।

দলের অঙ্গ ও সহযোগী সংগঠন হিসেবে প্রতিদিনই নেতাকর্মীরা সাংগঠনিক কাজে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে আসা যাওয়া করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতাকে কণ্টকমুক্ত করার লক্ষ্যেই আতঙ্ক সৃষ্টি করতে এবং বিএনপি’র আসন্ন জাতীয় কাউন্সিলকে বাধাগ্রস্ত করার গভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ হিসেবেই শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আজ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে গ্রেফতার করেছে। সরকার এক অশুভ পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশব্যাপী বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের এবং গ্রেফতারি অভিযান অব্যাহত রেখেছে।
 
বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে অবিলম্বে তাদের মুক্তির আহ্বান জানান ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।