ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

রামগতিতে বিএনপির প্রার্থী চূড়ান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
রামগতিতে বিএনপির প্রার্থী চূড়ান্ত

লক্ষ্মীপুর: প্রথমবারের মতো দলীয় প্রতীকে চেয়ারম্যান পদে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে লক্ষ্মীপুর রামগতি উপজেলার ২টি ইউনিয়নে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়েছে।

এরা হলেন- চরবাদাম ইউনিয়ন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা এহেতেশামুল হক ও চর পোড়াগাছা ইউনিয়নের মহিউদ্দিন।



বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে রামগতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

নির্বাচন কমিশন ছয় দফায় সারাদেশের ইউপিগুলোতে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। প্রথম দফায় ৭৩৯টি ইউপির ভোট হবে আগামী ২২ মার্চ।

এই প্রথম দফায় লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার ২টি ও কমলনগর উপজেলার ৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) কমলনগর উপজেলার ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থীদের তালিকা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী।

বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
ওএইচ/





বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।