ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

বরগুনার ৪ উপজেলায় আ.লীগের প্রার্থী যারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
বরগুনার ৪ উপজেলায় আ.লীগের প্রার্থী যারা

বরগুনা: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বরগুনা  সদর উপজেলাসহ চার উপজেলার ইউনিয়নগুলোতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বাংলানিউজকে নৌকা প্রতীকের প্রার্থীদের নাম নিশ্চিত করেছেন।



বরগুনা সদরের ১০টি ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বদরখালী ইউনিয়নে শরীফ ইলিয়াস উদ্দীন আহম্মেদ, গৌরিচন্নে মিলন চন্দ্র বিশ্বাস, ফুলঝুড়িতে মো. জুয়েল খান, কেওড়াবুনিয়াতে মো. আরিফুর রহমান, আয়লাপাতাকাটায় খোন্দকার আশফাকুর রহমান, বুড়িরচরে মো. সিদ্দিকুর রহমান, ঢলুয়ায় মো. আজিজুল হক, বরগুনা সদর ইউপিতে গোলাম আহাদ সোহাগ, এমবালিয়াতলীতে মো. শাহ নেওয়াজ ও নলটোনায় হুমায়ুন কবির।

বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নে অ্যাডভোকেট শাহজালাল, বুকাবুনিয়াতে মো. আলতাফ হোসেন, বামনা সদর ইউপিতে চৌধুরী কামরুজ্জামান ও রামনায় মো. নজরুল ইসলাম।

বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নে মো. নওয়াব হোসেন, বেতাগী সদর ইউপিতে মো. নজরুল ইসলাম, হোসনাবাদে  মো. মাকসুদুর রহমান (ফোরকান), মোকামিয়ায় গাজী নফিছুর রহমান চুন্নু, বুড়ামজুমদারে সৈয়দ গোলাম রব, কাজীরাবাদে মো. মোশাররফ হোসেন ও সরিষামুড়িতে ইউনিয়নে ইমাম হাসান শিপন।

পাথরঘাটা উপজেলা করেসপন্ডেন্ট জানান, পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নে মিজানুর রহমান রুপক, নাচনাপাড়ায় মো. ফরিদ মিয়া, কালমেঘায় হাফিজ উদ্দিন আহমেদ, কাকচিড়ায় মো. আসাদুজ্জামান, চরদুয়ানীতে গোলাম নাছির, কাঠালতলীতে মো. আলাউদ্দিন পল্টু ও পাথারঘাটা সদরে মো. শহিদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।