ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‌ইউপি নির্বাচন

ডিমলার ৮ ইউপিতে জাপার প্রার্থী চূড়ান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
ডিমলার ৮ ইউপিতে জাপার প্রার্থী চূড়ান্ত

নীলফামারী: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নীলফামারীর ডিমলা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে জাতীয় পার্টি (জাপা)।

কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে গত ১৭ ও ১৮ ফেব্রুয়ারি এসব প্রার্থী চূড়ান্ত করা হয়।

অপর ২টি ইউপিতে প্রার্থী চূড়ান্ত হয়নি বলে দলীয় সূত্র জানিয়েছে।

৮টি ইউপিতে জাপার চেয়ারম্যান প্রার্থীরা হলেন, পশ্চিম ছাতনাই ইউপিতে ইউনিয়ন জাপা সভাপতি জালাল উদ্দিন, বালাপাড়ায় ইউনিয়ন জাপার সম্পাদক এনামুল হক প্রামাণিক, ডিমলা সদর ইউপিতে জাপার উপজেলা সম্পাদক রফিজুল ইসলাম, খগাখড়িবাড়ীতে ইউনিয়ন জাপার সভাপতি হাসানুল রহমান, নাউতরায় বিএনপি থেকে যোগদানকারী মোশারফ হোসেন মিন্টু, গয়াবাড়ীতে উপজেলা জাপার সহসভাপতি মোফাজ্জল হোসেন, খালিশা চাপানিতে উপজেলা  জাপার সদস্য কামরুজ্জামান ও ঝুনাগাছ চাপানিতে বর্তমান চেয়ারম্যান একরামুল হক চৌধুরী।

উপজেলা জাপার সভাপতি আব্দুল লতিফ চৌধুরী বাংলানিউজকে জানান, প্রতিটি ইউপিতে জাপা এককভাবে নির্বাচন করছে।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।