ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

সারিয়াকান্দিতে আ.লীগ-বিএনপির প্রার্থী যারা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
সারিয়াকান্দিতে আ.লীগ-বিএনপির প্রার্থী যারা

সারিয়াকান্দি (বগুড়া): আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি)  নির্বাচনে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি।
 
উপজেলা বিএনপির সভাপতি সুজাউদ্দৌলা সনজু ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী বেলাল হোসেন বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।



১২টি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা হলেন, সারিয়াকান্দি সদর ইউপিতে সাহাম্মত করিম, নারচীতে   আলতাফ হোসেন তরফদার ওরফে বান্টু, ফুলবাড়ীতে মো. আনোয়ারুত তারিক মোহাম্মদ, কর্ণিবাড়ীতে আজাহার আলী মন্ডল, ভেলাবাড়ীতে আবুল কালাম আজাদ রুবেল, কুতুবপুরে মো. গাজীউল হক গাজী, কামালপুরে হেদায়েতুল ইসলাম হেদায়েদ, চন্দনবাইশায় মাহমুদুন্নবী হিরু, কাজলায় রাশেদ সরকার, চালুয়াবাড়ীতে তাজুল ইসলাম বাদশা, হাটশেরপুরে মতিয়ার রহমান মতি ও বোহাইল ইউপিতে গোলাম মোস্তফা তরফদার টুকু।

অপরদিকে, ১২টি ইউপিতে বিএনপির প্রার্থীরা হলেন, সারিয়াকান্দি সদর ইউপিতে মো. আব্দুল কদ্দুস কাউম, চন্দনবাইশায় কুদরত-এ খুদা চাঁন, চালুয়াবাড়ীতে অ্যাড. মোস্তাফিজার রহমান, কর্ণিবাড়ীতে কাজী জাকির হোসেন বাবলু, বোহাইলে আবদুল মজিদ, ভেলাবাড়িতে  ইউনিয়নে লুৎফুল হায়দার রুমি, নারচীতে মো. শাহিন ইসলাম, হাটশেরপুরে আলী নূর আন্না, কাজলায় অধ্যক্ষ রফিকুল ইসলাম, কামালপুরে আবু সাইদ খান সাইদ, ফুলবাড়ীতে মো. তাহেরুল ইসলাম ও কুতুবপুর ইউপিতে ইমরান আলী রনি।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।