ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘বিএনপির কাউন্সিলে বিদ্রোহ হতে পারে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
‘বিএনপির কাউন্সিলে বিদ্রোহ হতে পারে’ ড. হাছান মাহমুদ

ঢাকা: বিএনপির কাউন্সিলে বিদ্রোহ হতে পারে এবং দলটির চেয়ারপারসন খালেদা জিয়া সেই ভয়ই করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, আসলে খালেদা জিয়া সংশয়ে আছেন, কাউন্সিল হলে যদি তার বিদ্রোহী কর্মীরা আন্দোলন শুরু করে দেয়।



শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির ছাত্রফ্রন্ট গঠন উপলক্ষে আয়োজিত সভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধের পক্ষের ইসলামী দল নিয়ে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির ছাত্রফ্রন্ট গঠন করা হয়েছে বলে সভায় জানানো হয়।

সংগঠনের চেয়ারম্যান মাওলানা মোহম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- মুফতি কামাল উদ্দিন জাহানপুরী, মাওলানা তাহেরুল ইসলাম, করিব আহমদ প্রমুখ।

সভায় ইঞ্জিনিয়ার মো আব্দুল কাদেরকে আহ্বায়ক করে ৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এসএ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।