ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ভোলা আওয়ামী লীগের সম্মেলন শনিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
ভোলা আওয়ামী লীগের সম্মেলন শনিবার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ৯ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোলা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।

শনিবার (২০ ফেব্রুয়ারি) শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজন করা হয়েছে এ সম্মেলনের।



সেখানে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা। উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফালে আহমেদ।

জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, জেলা আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমির হোসেন আমু এমপি। প্রধান বক্তা থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। এছাড়াও কেন্দ্রীয় একাধিক নেতৃবৃন্দ ও স্থানীয় সংসদ সদস্যরা এতে অংশগ্রহণ করবেন।

এদিকে, সম্মেলনকে কেন্দ্রে করে সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা আ.লীগ। শহরের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে তোরণ নির্মাণ করা হয়েছে। এ সম্মেলনে কে সভাপতি, সম্পাদক হচ্ছেন তা নিয়ে চলছে আলোচনার ঝড়।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।