ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষে আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষে আহত ২

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে বিপুল ও ওবায়দুল নামে দুই ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।



শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ সংঘর্ষ হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের কথা জানিয়েছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, কথা কাটাকাটির জের ধরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সাব্বির ও ছাত্রলীগ নেতা অনিকের পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে ওই দু’ছাত্রলীগ কর্মী আহত হন। তাদের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মনিরুজ্জামান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।