ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন-২০১৬

সিলেটে আ’লীগ-বিএনপির প্রার্থী যারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
সিলেটে আ’লীগ-বিএনপির প্রার্থী যারা

সিলেট: সিলেট সদরের ৮ ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ ও বিএনপি। সিলেট জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলরদের ভোটের ভিত্তিতে প্রার্থিতা নির্ধারণ করেছে দল দুটির কেন্দ্র।



সদর উপজেলার ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থীরা হলেন, জালালবাদ ইউনিয়নে আশ্রাব আলী, হাটখোলা ইউনিয়নে খুর্শিদ আহমদ, খাদিমনগর ইউনিয়নে মো. তারা মিয়া, টুলটিকর ইউনিয়নে মো. আব্দুল মোছাব্বির, টুকেরবাজারে মো. আলতাফ হোসেন, মোগলগাঁওয়ে মো. হিরন মিয়া, কান্দিগাঁওয়ে মো. নিজাম উদ্দিন ও খাদিমপাড়া ইউনিয়নে মো. নজরুল ইসলাম বেলাল।

অন্যদিকে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় প্রার্থীরা হলেন, জালালাবাদ ইউনিয়নে মো. ইসলাম উদ্দিন মেম্বার, হাটখোলা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মো. আজির উদ্দিন, খাদিমনগর ইউনিয়নে মো. ইলিয়াছ আলী মেম্বার, খাদিমপাড়া ইউনিয়নে ফারুক আহমদ মেম্বার, টুলটিকর ইউনিয়নে কাজী মুহিবুর রহমান, টুকেরবাজার ইউনিয়নে শহীদ আহমদ, মোগলগাঁও ইউনিয়নে মাশুক মিয়া ও কান্দিগাঁও ইউনিয়নে আহমদ আলীকে বিএনপির প্রার্থী করা হয়েছে।

আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা নৌকা প্রতীকে এবং বিএনপির প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সিলেট সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করে  বলেন, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের বাসভবনে এক সভায় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এ সময় জেলা বিএনপির অন্যান্য নেত‍ারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।