ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

প্রথম ধাপে ৭৩৯ ইউনিয়নে আ’লীগের মনোনীত যারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
প্রথম ধাপে ৭৩৯ ইউনিয়নে আ’লীগের মনোনীত যারা

ঢাকা: ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৭৩৯টি ইউনিয়নে মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করে দলটি।

এর আগে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের ইউনিয়ন পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ড প্রার্থী চূড়ান্ত করে।

এবারই প্রথম দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে। সব দলের কাছে তাই নির্বাচনটির গুরুত্ব বেশি।

এদিকে, চূড়ান্ত মনোনীত প্রার্থীরা এরই মধ্যে সবুজ সংকেত পাওয়ার খবর পেয়ে গেছেন। দু’একদিনের মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সই করা প্রত্যায়নপত্রও পৌঁছে যাবে তাদের হাতে।

প্রার্থী চুড়ান্ত করতে গত ১৬ ফেব্রুয়ারি থেকে শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের ইউনিয়ন পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ডের চারটি বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে প্রার্থী চূড়ান্ত করার পাশাপাশি প্রত্যায়নপত্রে সই করেন প্রধানমন্ত্রী।

সাত বিভাগে আওয়ামী লীগ মনোনীত ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থীদের তালিকা দেখতে ক্লিক করুন-

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এমইউএম/আরএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।