ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

বিএনপির ৬৭০ মনোনয়ন চূড়ান্ত, বিতরণ ৪০১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
বিএনপির ৬৭০ মনোনয়ন চূড়ান্ত, বিতরণ ৪০১

ঢাকা: দলীয় প্রতীক ও মনোনয়নের ভিত্তিতে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য ৬৭০ জন চেয়ারম্যান পদপ্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি।
 
এদের মধ্যে শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টা পর্যন্ত ৪০১ জন প্রার্থীকে প্রত্যায়নপত্র দিয়েছে দলটি।

গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় প্রার্থীদের মধ্যে এ মনোনয়নপত্র বিতরণ করা হয়।
 
এবারের প্রত্যয়নপত্রে স্বাক্ষর করছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।   আর সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান।
 
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে প্রত্যয়নপত্র দেওয়া শুরু হলেও ওই মাত্র কয়েকটি প্রত্যয়নপত্র মনোনীত প্রার্থীদের মধ্যে বিতরণ করা হয়।
 
এ পর্যন্ত বিতরণ করা ৪০১টি প্রত্যয়নপত্রের অধিকাংশ প্রত্যয়নপত্রই শনিবার বিতরণ করা হয়েছে।
 
গুলশান কার্যালয়ে মো. শাহজাহান, দলের সহ প্রচার সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, বেলাল আহমেদসহ বেশ কয়েকজন দায়িত্বপ্রাপ্ত নেতা প্রত্যয়নপত্র তৈরির কাজ করছেন।
 
প্রস্তুত হওয়া প্রত্যয়নপত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষর করার পর সেটি মনোনীত প্রার্থীদের মধ্যে বিতরণ করা হচ্ছে।
 
রাত সোয়া ১০টায় এ রিপোর্ট লেখার সময় মো. শাহজাহান বাংলানিউজকে বলেন, আমরা এরই মধ্যে পৌনে ৭শ মনোনয়নপত্র চূড়ান্ত করেছি। বিতরণ করেছি ৪০১টি। রোববার নাগাদ সবগুলো বিতরণ করে ফেলতে পারবো বলে আসা করছি।
 
বাংলাদেশ সময়: ২২৩৮ ফেব্রুয়ারি ২০, ২০১৬
এজেড/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।