ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

প্রার্থী-সমর্থকদের ওপর হামলা চালানোর অভিযোগ রিজভীর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
প্রার্থী-সমর্থকদের ওপর হামলা চালানোর অভিযোগ রিজভীর রুহুল কবীর রিজভী আহমেদ / ফাইল ফটো

ঢাকা: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দলীয় প্রার্থী ও তাদের সমর্থকদের ওপর সরকার দলীয় সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ।

বুধবার এক প্রেস ব্রিফিংয়ে রিজভী এ দাবি করে বলেন, ‘গতকাল (মঙ্গলবার) দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলা’র ধুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবদুল জব্বার মৃধার সমর্থকদের ওপর আওয়ামী সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে প্রায় পঞ্চাশ জনকে আহত করেছে।

এদের মধ্যে ৮ জনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

এছাড়া ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বাগেরহাট, ফেনী,পিরোজপুর সহ দেশের বিভিন্ন জেলায় বিএনপি সমর্থিত প্রার্থী, তাদের প্রার্থিতা সমর্থনকারী এবং বিভিন্ন স্তরের তৃণমূল নেতাকর্মীদের ওপর হামলার বিবরণ উপস্থাপন করেন রিজভী আহমেদ।

পাশাপাশি দেশে আইনের শাসনের অভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে দাবি করে সম্প্রতি সংঘটিত কয়েকটি শিশু হত্যাকাণ্ডের উদাহরণ উপস্থাপন করেন রিজভী আহমেদ।

এছাড়া আগামী ১৯ মার্চ বিএনপি’র জাতীয় সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে উল্লেখ করে কাউন্সিলকে কেন্দ্র করে গঠিত দলীয় উপ-কমিটিগুলো পুরোদমে কাজ শুরু করেছে বলেও উল্লেখ করেন রিজভী আহমেদ।

প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের ভূমিকারও সমালোচনা করেন রিজভী আহমেদ।

তিনি বলেন, ইউপি নির্বাচনকে ঘিরে যে সংঘাতপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য দায়ী নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনের কারণেই জনগণের ভোটাধিকার প্রয়োগের সুষ্ঠু পরিবেশ নেই। জনগণের ভোট প্রদানের অধিকার বিলুপ্ত করে সরকারের একচেটিয়াত্ব প্রতিষ্ঠার সহযোগী হিসেবে নির্বাচন কমিশন ভূমিকা পালন করছে। আর এই কারনেই গণতন্ত্রে যে সামাজিক-রাজনৈতিক ভারসাম্য তৈরি হয় সেটি বিনষ্ট হওয়ায় এক কঠোর কর্তৃত্ববাদী দুঃশাসনের বিষাক্ত ছোবল দেশবাসীকে সহ্য করতে হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
আরআই  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।