ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

দেবিদ্বারে আ.লীগ-বিএনপির ১৮ বিদ্রোহীর মনোনয়নপত্র জমা

স্টাফ ও উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
দেবিদ্বারে আ.লীগ-বিএনপির ১৮ বিদ্রোহীর মনোনয়নপত্র জমা

কুমিল্লা: প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৩টি ইউনিয়নে আওয়ামী লীগের ১৩ জন ও বিএনপির ৫ জন বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এসব ইউনিয়নে মোট ৭৫ প্রার্থীর মধ্যে বিদ্রোহীসহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৭ জন।

এদের মধ্যে ১০টি ইউনিয়নে আওয়ামী লীগের ১৩ জন ও ৫টি ইউনিয়নে বিএনপির ৫ জন দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে লড়ছেন।

এছাড়া ১৩টি ইউনিয়নে ৫টি নিবন্ধিত দলের মনোনীত ৩৮ জন প্রার্থী রয়েছেন। এদের মধ্যে ১৩টি ইউনিয়নে আওয়ামী লীগ, ১২টি ‌ইউনিয়নে বিএনপি, ৮টি ইউনিয়নে জাতীয় পার্টি, ৪টি ইউনিয়নে ইসলামী শাসনন্ত্র আন্দোলন ও ২টি ইউনিয়নে ন্যাপ (মোজাফফর) প্রার্থী রয়েছেন।

১০টি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা হলেন, সুলতানপুর ইউনিয়নে ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর আলম, রাজামেহার ইউনিয়নে আওয়ামী লীগ নেতা নোয়াব আলী খান, ভানী ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বর্তমান চেয়ারম্যান এম এ হান্নান, সুবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার মুকুল, রসুলপুর ইউনিয়নে আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম সরকার ও সৈয়দ আলী, বরকামতা ইউনিয়নে আওয়ামী লীগের নেতা নূরুল ইসলাম, মোহনপুর ইউনিয়নে কৃষকলীগের নেতা আব্দুস সাত্তার, বরশালঘর ইউনিয়নে ইউনুছ মিয়া, ইউসুফপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন, আনোয়ারুল হক ও ইউনিয়ন আওয়ামী লীড়ের সাধারণ সম্পাদক শাহ আলম এবং জাফরগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ার হোসেন।

৫টি ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী হলেন, সুলতানপুরে ইউনিয়ন বিএনপি সহ সভাপতি জসিম উদ্দিন, ভানী ইউনিয়নে সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ, সুবিল ইউনিয়নে নাজমুল হোসেন সরকার, রসুলপুরে ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল মুন্সী (যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল হয়েছে) এবং ইউসুফপুর ইউনিয়নে উপজেলা যুবদল নেতা দেলোয়ার হোসেন সরকার।

১০টি ইউনিয়নে দলের মনোনয়ন চাননি বা পূর্বে দলের পদ-পদবীতে বা সমর্থক ছিলেন এমন প্রার্থীসহ দলহীন অপর স্বতন্ত্র প্রার্থীরা হলেন, সুলতানপুরে রফিকুল ইসলাম, ধামতিতে আব্দুর রাজ্জাক, ফতেহাবাদে এরশাদ মিয়া, পারুল আক্তার ও মফিজুল ইসলাম, ভানী ইউনিয়নে হানিফ খান, সুবিল ইউনিয়নে আবু তাহের সরকার ও মাহবুব আলম (তার মনোনয়নপত্র বাতিল হয়েছে), রসুলপুরে জাকির হোসেন, ফিরোজ আহমেদ খান ও শাহাজ উদ্দিন সরকার, মোহনপুরে মিজানুর রহমান ও তৈয়ব আলী, ইউসুফপুরে মোহাম্মদ আলী, এলাহাবাদে আব্দুল জলিল, জাফরগঞ্জে জাকির হোসেন, আবুল হাসনাত ও আমির হোসেন।

এদিকে, ১৩টি ইউনিয়নের মধ্যে ৩টি ইউনিয়নে কোনো দলেরই বিদ্রোহী প্রার্থী নেই। এগুলো হলো, ধামতি, ফতেহাবাদ ও এলাহাবাদ। তবে ওই ৩ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৫ জন। এর মধ্যে ফতেহাবাদ ইউনিয়নে রয়েছেন ৩ জন।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।