ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতা সেলিমের মায়ের দাফন সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
বিএনপি নেতা সেলিমের মায়ের দাফন সম্পন্ন

ফরিদপুর: কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের মা সুফিয়া বেগমের (৭৮) দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভাঙ্গা ঈদগাহ কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।



মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি ৬ মেয়ে ও ২ ছেলেসহ পরিবারে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্র জানায়, মরহুমার প্রথম নামাজে জানাজা বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, দ্বিতীয় জানাজা বাদ আসর ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ভাঙ্গা ঈদগাহ কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এদিকে, সুফিয়া বেগমের মৃত্যুতে সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নেতা শাহ্ মোহাম্মদ আবু জাফর, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় সভাপতি শ্যামা ওবায়েদ হোসেন রিংকু।

এছাড়া ফরিদপুর জেলা বিএনপির পক্ষে সভাপতি জহিরুল হক শাহাজাদা মিয়া, জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খান পলাশ, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি বেনজীর আহম্মেদ তাবরীজ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।