ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‌ইউপি নির্বাচন

টুঙ্গিপাড়ায় ১ চেয়ারম্যান প্রার্থীসহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
টুঙ্গিপাড়ায় ১ চেয়ারম্যান প্রার্থীসহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল

গোপালগঞ্জ: ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম ধাপের নির্বাচনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে।

এতে একজন চেয়ারম্যান, একজন সংরক্ষিত নারী সদস্য ও একজন সাধারণ সদস্য প্রার্থীর মনোয়নপত্র বাতিল করা হয়েছে।



এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৫৩ জন ও সদস্য পদে ১৫৮ জন মনোনয়নপত্র দাখিল করেন।

যাচাই-বাছাই শেষে বুধবার চেয়ারম্যান পদে বর্ণি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফায়েক মিয়ার মনোনয়নপত্র বাতিল হয়। এছাড়া বর্ণি ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য মুক্তা বেগম ও গোপালপুর ইউনিয়নে সাধারণ সদস্য অসিম কুমার মন্ডলের মনোনয়নপত্র বাতিল করা হয়।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. খোরশেদ আলম বাংলানিউজকে জানান, আয়-ব্যয়ে অসঙ্গতি, তথ্য বিভ্রাট ও ঋণ খেলাপীর কারণে তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।