ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহ উপজেলা যুবদলের সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
ঝিনাইদহ উপজেলা যুবদলের সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলা যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে স্থানীয় পৌর কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।



সদর উপজেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মুন্সি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুল আলিম, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা আশরাফুল ইসলাম পিন্টু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব রনক, মিজানুর রহমান সুজন, মীর ফজলে এলাহী শিমুল, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন চেয়ারম্যান ও জাহিদ হোসেন জোয়ারদার প্রমুখ।

সম্মেলন শেষে সর্বসম্মতিতে রবিউল ইসলামকে সভাপতি,  আশরাফ হোসেনকে সাধারণ সম্পাদক ও মোজাম হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে সদর উপজেলা যুবদলের কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।