ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

ঢাকা: দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ জেলার চান্দনাইশ পৌর বিএনপির সাবেক সভাপতি মো. নুরুল আনোয়ার ও সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের বহিষ্কার‍াদেশ প্রত্যাহার করো হয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিএনপির যুগ্ম মহাসচিব (দফতরের দায়িত্বপ্রাপ্ত) অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য ইতোপূর্বে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে এ দুই নেতাকে বহিষ্কার করা হয়।

দলের চেয়ারপারসনের কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা অনুযায়ী নির্দেশ অনুসারে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।