ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শরীয়তপুর আ.লীগের সভাপতি ছাবেদুর, সম্পাদক অনল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
শরীয়তপুর আ.লীগের সভাপতি ছাবেদুর, সম্পাদক অনল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শরীয়তপুর: শরীয়তপুর জেলা আওয়ামী লীগের বর্তমান সহ সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদারকে সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদক অনল কুমার দে কে পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে জেলা আওয়ামী লীগের সম্মেলন শেষে এ ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।



এরআগে দুপুর ১২টায় দীর্ঘ ১৩ বছর পর অনুষ্ঠিত শরীয়তপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক এ সম্মেলনের উদ্বোধন করেন সৈয়দ আশরাফ।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রব মুন্সীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক  আহমদ হোসেন, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আব্দুর রহমান এ কে এম এনামুল হক শামীম, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন, কর্নেল (অব.) শওকত আলী, নাহিম রাজ্জাক, অ্যাড. নাভানা আক্তার, উপ কমিটির সহসম্পাদক ইশবাল হোসেন অপু, মেহেদি জামিল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আমিন কোতোয়াল, আলমগীর হোসেন হাওলাদার।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।