ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ইবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
ইবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ইবি: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম সাংবাদিকদের সামনে এই কমিটি ঘোষণা করেন।



গত বছরের ২৩ জুন ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম এই কমিটির অনুমোদন দেন।

এর আগে ২০১৪ সালের ৩ ডিসেম্বর কেন্দ্রীয় ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে। এতে সভাপতি পদে সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে অমিত কুমার দাস, সহ সভাপতি পদে সহ সভাপতি মিজানুর রহমান মিজু, ইমদাদুল হক সোহাগ, যুগ্ম সম্পাদক পদে শাহিনুর রহমান শাহিন এবং প্রচার সম্পাদক পদে ফাহিমুর রহমান সেতু মনোনীত হয়।

পরে শনিবার রাত সাড়ে ১১টায় এই ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে সহসভাপতি হিসেবে নাজমুল হক রানু, আনিসুর রহমান লিটন, মহসিন রেজা দিপু, আব্দুল্লাহ আল মামুন, আরব আলী, হাফিজুর রহমান, সনিমা রহমান, মোস্তফা যুবাইর আলম, বিপ্লব কর্মকার, জুয়েল রানা হালিমসহ ২০জনকে মনোনীত করা হয়েছে।

এছাড়া যুগ্ম সম্পাদকরা হলেন শামীম হাসান, এস এম রবিউল ইসলাম পলাশ, হাসানুজ্জামান শাওন, আনিচুর রহমান আনিচ, জামিলুর রেজা চৌধুরী সেলিম, আতাউর রহমান ও রেদোয়ান।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন শিশির ইসলাম বাবু, তৌকির মাহফুজ মাসুদ, ফয়সাল নসরুল্লাহ কানক, হাসানুজ্জামান হাসান, আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
আরআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।