ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপির কাউন্সিল

আন্তর্জাতিক উপ কমিটির বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
আন্তর্জাতিক উপ কমিটির বৈঠক

ঢাকা: বিএনপির আসন্ন জাতীয় কাউন্সিলের জন্য গঠিত আন্তর্জাতিক উপ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
 
রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।


 
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য  জানান।
 
উপ কমিটির আহ্বায়ক সাংবাদিক শফিক রেহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আমন্ত্রিত অতিথি ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটর সদস্য ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দীন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, ড. ওসমান ফারুক, উপ কমিটির সদস্য ড. আসাদুজ্জামান রিপন, গোলাম আকবর খন্দকার, হায়দার আকবর খান মন্টু শামা ওবায়েদ প্রমুখ।
 
বৈঠক সূত্রে জানা যায়, এশিয়া ও ইউরোপ- আমেরিকার বন্ধু রাষ্ট্রগুলোর রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ, বিদেশি ডেলিগেটসদের দাওয়াত, তাদের আনার ব্যবস্থা, থাকা-খাওয়া, যাতায়াত ও আপ্যায়ন, বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের হাইকমিশন ও দূতাবাসে কর্মরত কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ, কাউন্সিল সম্পর্কে ধারণা প্রদানসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট ও দায়িত্বপ্রাপ্ত নেতাদের মধ্যে কাজ বন্টনের বিষয় নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়।
 
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০১৬
এজেড/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।