ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মেহেন্দিগঞ্জে জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
মেহেন্দিগঞ্জে জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মী আটক

বরিশাল: নাশকতা পরিকল্পনার অভিযোগে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা থেকে জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
 
রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার উলানিয়া এলা‍কা থেকে তাদের আটক করা হয়।


 
আটকদের মধ্যে উলানিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাওলানা সিদ্দিকুর রহমান, উপজেলা শিবিরের সভাপতি ফরহাদ হোসেনের নাম জানা গেছে।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল কুমার দে বাংলানিউজকে বলেন, আটকরা ইউপি নির্বাচন সামনে রেখে নাশকতার পরিকল্পনা করছিলেন। আটকের সময় তাদের কাছ থেকে ৩টি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।