ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রাঙামাটি পৌরসভার মেয়র-কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
রাঙামাটি পৌরসভার মেয়র-কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ

রাঙামাটি: রাঙামাটি পৌরসভা নিবার্চনের প্রায় দুই মাস পর দায়িত্ব গ্রহণ করেছেন নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা।

রোববার (২৮ ফেব্রুয়ারি) রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে নবনিবার্চিত মেয়র ও কাউন্সিলরদের বরণ এবং বিদায়ী মেয়র কাউন্সিলরদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।



পৌরসভার প্রধান নিবার্হী কর্মকর্তা মো. সোহেল পারভেজের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু।

বিশেষ অতিথি ছিলেন বিদায়ী মেয়র সাইফুল ইসলাম ভূট্টো, বিজিবির সেক্টর কমান্ডার তানভির, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, পৌরসভার সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান মাহাবুব ও নজরুল ইসলাম, সাবেক মেয়র হাবিবুর রহমান, জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, বর্তমান মেয়র আকবর হোসেন চৌধুরী, সুশীল সমাজ ও বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তারা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক নারী কাউন্সিলর রোকসানা আক্তার ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর কালায়ন চাকমা।

নতুন মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, রাঙামাটি একটি পর্যটন নগরী। এটিকে কিভাবে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে হবে সে দিকে আমি নজর রাখব। পৌরসেবা দেওয়ার জন্য পৌরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

সভা শেষে বিদায়ী মেয়র ও কাউন্সিলরদের ক্রেস্ট প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।