ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

১/১১’র কুশিলব হিসেবে আনিসুল ইসলাম মাহমুদের বিচার দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
১/১১’র কুশিলব হিসেবে আনিসুল ইসলাম মাহমুদের বিচার দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেরপুর: ১/১১’র কুশিলব হিসেবে পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বিচার দাবি করলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ।  

তিনি বলেন, অবৈধভাবে ফকরুল-মইনকে ক্ষমতায় আনার পেছনে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামসহ যে ক’জনের নাম এসেছে তাদের মধ্যে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নামও সংযোজন করতে হবে।



রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় শেরপুর শিল্পকলা একাডেমি মিলায়তনে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সে সময় আমাকে সরিয়ে দিয়ে অবৈধভাবে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছিলেন। আমি ১/১১ হোতাদের সঙ্গে তারও বিচার দাবি করছি।

তিনি আরো বলেন জি.এম কাদেরকে দলের পরবর্তী নেতা হিসেবে গড়ে তোলার জন্য ইতিমধ্যে কো-চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছি।

জেলা জাতীয় পার্টির সভাপতি ইলিয়াছ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির কেন্দ্রীর কো-চেয়ারম্যান জি.এম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম ঠান্ডা  প্রমুখ।

পরে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ, পুনরায় ইলিয়াস উদ্দিনকে সভাপতি ও অধ্যাপক শফিকুল ইসলাম ঠান্ডাকে সম্পাদক করে শেরপুর জেলা জাতীয় পার্টির নতুন কমিটির নাম ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।