ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

অ্যাটর্নি জেনারেলের গ্রেফতার দাবি করলেন রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
অ্যাটর্নি জেনারেলের গ্রেফতার দাবি করলেন রিজভী ছবি: শাকিল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে গ্রেফতারের দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে বিচারপতি খায়রুল হককেও গ্রেফতারের দাবি জানান তিনি।



রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেরানীগঞ্জ দক্ষিণ শাখা আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে থেকে তিনি এ দাবি জানান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নামে মিথ্যা মামলা দায়ের এবং গয়েশ্বরের বাড়িতে হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

রিজভী বলেন, আগে উচ্চ আদালতে জামিন হলে সবাই বেড়িয়ে আসতো। কিন্তু এখন জামিন হলেও প্রতিটি মামলায় অ্যাটর্নি জেনারেল আপিল করছেন। যা এর আগে কখনো হতো না।

দেশের আদালতকে কলুষিত করে গণতন্ত্র হত্যার কাজে সহায়তা করছেন মাহাবুবে আলম,  অভিযোগ তোলেন রিজভী।

আয়োজক সংগঠনের সভাপতি হাজী মোকারম হোসেন সাজ্জাদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেরানীগঞ্জ দক্ষিণ বিএনপির আহ্বায়ক হাজী নাজিম উদ্দীন, যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ কবির প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
এফবি/এমএন/আরএইচএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।