ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

লালমনিরহাটে ৮ ইউনিয়নে ভোটগ্রহণ স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
লালমনিরহাটে ৮ ইউনিয়নে ভোটগ্রহণ স্থগিত ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

লালমনিরহাট: লালমনিরহাটের দুই উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের (অধুনালুপ্ত ছিটমহল) ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (১ মার্চ) দুপুরে নির্বাচন কমিশনের এ সংক্রান্ত একটি আদেশ লালমনিরহাটে এসে পৌঁছেছে বলে বাংলানিউজকে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম।



ভোট স্থগিত হওয়া ইউনিয়নগুলো হলো- পাটগ্রাম উপজেলার কুচলীবাড়ি ইউনিয়ন, জগতবেড় ইউনিয়ন, পাটগ্রাম ইউনিয়ন, বাউড়া ইউনিয়ন, জোংড়া ইউনিয়ন, শ্রীরামপুর ইউনিয়ন, বুড়িমারী ইউনিয়ন ও হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়ন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে ৩১ মার্চ হাতীবান্ধার ১২টি ও পাটগ্রাম উপজেলার আট ইউনিয়ন পরিষদে (ইউপি) একযোগে ভোটগ্রহনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। কিন্তু লালমনিরহাটের সদ্য বিলুপ্ত ৫৯টি ছিটমহলের জনগণের ভোটার তালিকা চূড়ান্ত না হওয়ায় এসব ইউনিয়ন পরিষদে ভোট স্থগিত করা হয়েছে।

লালমনিরহাট জেলার ৫৯টি বিলুপ্ত ছিটমহলের মধ্যে পাটগ্রাম উপজেলায় রয়েছে ৫৫টি। যার মধ্যে ১৯টিতে কোনো জনবসতি নেই। বাকি ৩৬টির লোক সংখ্যা প্রায় নয় হাজার ৬৪৫। এ উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে সাতটির সঙ্গে যুক্ত রয়েছে বিলুপ্ত ছিটমহল। শুধুমাত্র দহগ্রাম ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

অপরদিকে, হাতীবান্ধার ১২টি ইউনিয়নের মধ্যে শুধুমাত্র গোতামারী ইউনিয়নে পড়েছে দু’টি বিলুপ্ত ছিটমহল। আর অবশিষ্ট দু’টি ছিটমহল রয়েছে লালমনিরহাট সদর উপজেলায়।  

লালমনিরহাট জেলা নিবার্চন কর্মকর্তা ফজলুল করিম বাংলানিউজকে বলেন, দ্বিতীয় ধাপে লালমনিরহাটের ২০টি ইউনিয়নের ভোটগ্রহণের কথা থাকলেও আটটিতে ভোটগ্রহণ স্থগিত করতে নির্বাচন কমিশন থেকে একটি আদেশপত্র মঙ্গলবার দুপুরে এসেছে। এর মধ্যে পাটগ্রামের ছিটমহল সংশ্লিষ্ট সাতটি ও হাতীবান্ধা একটি ইউনিয়ন রয়েছে। বাকিগুলোতে আগামী ৩১ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।