ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জাবিতে ছাত্রদল কর্র্মীকে পেটালো ছাত্রলীগ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
জাবিতে ছাত্রদল কর্র্মীকে পেটালো ছাত্রলীগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রদলকর্মীকে পিটিয়ে আহত করছে শহীদ রফিক-জব্বার হলের ছাত্রলীগ নেতাকর্মীরা।

মঙ্গলবার (১ মার্চ) বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ ঘটনা ঘটে।



জানা যায়, ছাত্রদলকর্মী ও ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী গোলাম সরোয়ার তুুহিন নিজ বিভাগে ক্লাস শেষ করে বটতলায় খেতে যায়। এ সময় শহীদ রফিক-জব্বার হল সভাপতি নওশাদ আলম অনিকের নেতৃত্বে আইন ও বিচার বিভাগের ৪১তম ব্যাচের কামরুল হাসান  ও নাজমুল হাসান রয়িাল এবং ৪২তম ব্যাচের রাশেদ খান মনেন (আইন ও বিচার বিভাগ), শামীম আহমেদ (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ), সাব্বির আহমেদ (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ), সাইফুল ইসলাম (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ), শরিফ হোসেন লস্কর (নৃবিজ্ঞান বিভাগ), আশিক (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ) সহ ৮-১০জন ছাত্রলীগ নেতাকর্মী তাকে মারধর করে। পরে আহত অবস্থায় তুহিন বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে চিকিৎসা গ্রহণ করেন।

এ বিষয়ে গোলাম সরোয়ার তুুহিন বলেন, আমি ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত নই। আমার বিভাগের বড় ভাইয়েরা ছাত্রদলের রাজনীতি করে। আমি তাদের সাথে কোচিং ব্যবসা করি। তাই তাদের সাথে ওঠাবসা হয়। এই কারণে আমার হলের ছাত্রলীগ নেতাকর্মীরা আমাকের ছাত্রদল সন্দেহে মারধর করে। এর আগে একই কারণে আমাকে হল থেকে বের করে দেয় তারা।

শহীদ রফিক-জব্বার হল সভাপতি নওশাদ আলম অনিক বলেন, ‘ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় তারা ক্যাম্পাসে মুভ করে তাদের তৎপরতার মাধ্যমে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছিলো। যা শুনে আমরা সেখানে গিয়ে তাকে মারধর করি।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত বলেন, অতি দ্রুত এর বিচার না হলে যে কোন ধরণের কঠোর কর্মসূচি দতিে বাধ্য হব। এর জন্য কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে এর দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর তপন কুমার সাহাকে ফোন দিলে তিনি মিটিংয়ে আছেন বলেন জানান।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।