ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

সিসিক কাউন্সিলর বাবলী বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
সিসিক কাউন্সিলর বাবলী বরখাস্ত রাণী দে বাবলী

সিলেট: মামলার চার্জশিটে অভিযুক্ত হওয়ায় বরখাস্ত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সংরক্ষিত (সাধারণ ওয়ার্ড ১৩, ১৪ ও ১৫) ওয়ার্ডের কাউন্সিলর দিবা রাণী দে বাবলী।

বুধবার (১৬ মার্চ) সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বাংলানিউজকে বিয়ষটি নিশ্চিত করেন।



তিনি জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব সরোজ কুমার নাথ স্বাক্ষরিত এক পত্রে এ বরখাস্তের আদেশ দেওয়া হয়।

‘কাউন্সিলর বাবলীর বিরুদ্ধে সিলেটের কোতয়ালি মডেল থানায় দায়ের করা তিনটি মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হয়েছে। যে কারণে সিটি করপোরেশন আইন-২০০৯ (২০০৯ সালের ৬০ নম্বর আইন) এর ধারা ১২ এর উপধারায় (১) বলে তাকে কাউন্সিলর পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ’

সংশ্লিষ্ট সূত্র জানায়, কাউন্সিলর দিবা রানী দে বাবলী বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। লুটপাট ও নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি আইনে কোতয়ালি মডেল থানায় তিনটি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
এনইউ/এএটি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।